অনলাইন ডেস্ক :
ভারতের কাছে লর্ডস টেস্ট অবিশ্বাস্যভাবে হেরে গেছে ইংল্যান্ড। শেষ দিনের দুই সেশনে মাত্র ৬০ ওভার খেললেই জো রুটরা ম্যাচটি ড্র করতে পারতেন। কিন্তু ব্যাটসম্যানদের ভয়াবহ ব্যর্থতায় ইংলিশরা মাত্র ৫১.৫ ওভারে ১২০ রানে অলআউট হয়ে যায়! হারতে হয়েছে ১৫১ রানের বিশাল ব্যবধানে। এই হারের পর জো রুটদের ওপর চটেছেন জিওফ বয়কট। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান বয়কট ‘দ্য টেলিগ্রাফে’ কলামে লিখেছেন, ‘এই ম্যাচটি আমাদের সামনে দুইটি জিনিস প্রমাণ করে দিয়েছে। প্রথমত, আপনি যদি নির্বোধ হন তাহলে টেস্ট ম্যাচ জেতার আশা করতে পারেন না। অসাধারণ ব্যাটিংয়ের জন্য আমরা জো রুটকে যতোই ভালোবাসি না কেন, সে অধিনায়কত্বের ট্যাকটিকসে তালগোল পাকিয়ে ফেলেছিল।’ ২০৯ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলা ভারতকে পথ দেখান দুই পেসার জসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ শামি। এই দুজন গড়েন ৮৯ রানের জুটি। ভারতের লিড হয় ২৭১ রানের। বয়কট আরও লিখেছেন, ‘দলের সব রানের জন্য পুরো ইংল্যান্ড দল জো রুটের ওপর নির্ভর করা উচিত নয়। দ্রুতই ওপরের তিন ব্যাটসম্যানকে রানে ফিরতে হবে। তারা পুরো বিষয়টিকে একটা কৌতুক বানিয়ে ফেলছে!’
আরও পড়ুন
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস
বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের