অনলাইন ডেস্ক :
২০০২ সালে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জয়ের পর ব্রাজিল ফুটবল দলের লক্ষ্য ‘হেক্সা জয়’, অর্থ্যাৎ ষষ্ঠ বিশ্বকাপ জয়। ‘হেক্সা’ জয়ের লক্ষ্য নিয়েই ব্রাজিল ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে অংশ নেয়। তবে ‘হেক্সা’ জয় এখনো সেলেসাওদের অধরাই রয়ে গেল। ব্রাজিল না পারলেও ব্যক্তিগত অজর্নের ক্ষেত্রে একদিক দিয়ে ‘হেক্সা’ জয় করে ফেলেছেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার। ষষ্ঠবারের মতো ‘সাম্বা ডিঅর’ বা ‘সাম্বা গোল্ড’ পুরস্কার জিতলেন নেইমার। ইউরোপের লিগগুলোতে খেলা বর্ষসেরা ব্রাজিলিয়ান ফুটবলারকে এই পুরস্কার দেয় সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’। ২০০৮ সাল থেকে প্রবর্তন হওয়া এই পুরস্কারের জন্য সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে বিজয়ী খেলোয়াড়কে বেছে নেওয়া হয়। ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে এবার ‘সাম্বা ডিঅর’ জিতেছেন নেইমার। এর আগে ২০১৪, ২০১৫, ২০১৭, ২০২০ ও ২০২১ সালের ‘সাম্বা ডিঅর’ ওঠেছে নেইমারের হাতে। ষষ্ঠবারের মতো এই পুরস্কার জিতে উচ্ছ্বসিত নেইমার। সোমবার নিজের টুইটার একাউন্টে ‘সাম্বা ডিঅর’ হাতে ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ষষ্ঠবার’। ব্যালন ডিঅরের মতো দেখতে সেই সোনালি রঙের ট্রফিতে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা