January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 7th, 2023, 7:20 pm

আর্জেন্টিনার ঘরোয়া লিগে বাংলাদেশের পতাকা

অনলাইন ডেস্ক :

ফুটবলপাগল হিসেবে বাংলাদেশিদের খ্যাতি আছে। কাতার বিশ্বকাপে সেই খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা বিশ্বকাপে আলোচিত বিষয় ছিল। আর্জেন্টিনা দলের কোচ-খোলোয়াড়রাও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন একাধিকবার। এবার ফের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করেছেন আর্জেন্টাইনরা। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে আর্জেন্টিনার পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকাও প্রদর্শন করা হয়েছে। জিমনাসিয়া ও ডিফেন্স ওয়াই জাস্টিয়ার মধ্যকার ম্যাচের আগে স্মরণ করা হয় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে, প্রদর্শন করা হয় মেসির বিশত পরা ছবিও। এ সময় বাংলাদেশকে ধন্যবাদ ও সম্মাননা জানান তারা। পরে লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আপলোড করা হয়েছে সে ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’ অন্যদের মতো বিষয়টি ভালো লেগেছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ারও। ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টাইনদের এমন উদ্যোগে অনেক খুশি জামাল। কিছুদিন আগে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে বাংলাদেশি সমর্থকদের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে বিশ্বকাপজয়ী মহানায়ক বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি (বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।’ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে দিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত।’