অনলাইন ডেস্ক :
নিয়মিত ফুটবলের খোঁজ যারা রাখেন সৌদি আরবের ক্লাব আল হিলাল তাদের কাছে পরিচিত নাম। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। লিওনেল মেসিকে রেকর্ড দামে কিনতে চেয়ে যারা নতুন করে আলোচনায় এসেছিল। ওই আল হিলাল ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে। গত মঙ্গলবার রাতে ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা রেখে ইতিহাস গড়েছে তারা। মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় আল হিলাল। সালেম আল দাউসারি ম্যাচের ৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। কাতার বিশ্বকাপে খেলা তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেদ্রো ২০ মিনিটে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে আবার পেনাল্টি থেকে লিড নেয় আল হিলাল। এবারও গোল করেন সৌদি উইঙ্গার দাউসারি। এরপর আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো ভিয়েত্তো ৭০ মিনিটে দলকে ৩-১ গোলে এগিয়ে নিয়ে দলকে ফাইনালের পথে তুলে নেন। পেদ্রো শেষ বাঁশির আগে একটি গোল করে হারের ব্যবধান কমান। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে। করিম বেনজেমা, থিবো কর্তোয়া, এদের মিলিতাও ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না। নেই বেঞ্চ গরম করা এডেন হ্যাজার্ডও। তবু ফাইনালে যাওয়ার পথে ফেবারিট রিয়াল। ব্লাঙ্কোসরা ফাইনালে উঠলে আল হিলালের মুখোমুখি হবে।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত