নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ভারতের পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার আরিফুলসহ চার থেকে পাঁচজন যুবক ভারতে গরু আনতে গিয়েছিল। বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরিফুল নিহত হয়। তিনি আরও বলেন, নিহতের লাশ দুপুর ২টা পর্যন্ত ভারতের পাখিউড়া সীমান্তের মাঠে পড়ে আছে। আরিফুলের সহযোগীরাও নিখোঁজ রয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সীমান্তে একজন মারা গেছে বলে খবর পেয়েছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কী না তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শহীদরা জাতির “মুকুট” বলে অভিহিত করেছেন জামায়াতের আমীর
টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা
শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ : ডাঃ শফিকুর রহমান