অনলাইন ডেস্ক :
নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে স্বাগতিক ভারত। অজিদেরকে ১৭৭ রানে গুটিয়ে দেওয়ার পর ১ উইকেটে ৭৭ রান তুলে প্রথম দিন শেষ করেছিল রোহিত শর্মার দল। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনেও দুর্দান্ত খেলছে তারা। প্রতিবেদন লেখার ভারতের স্কোর ৫ উইকেটে ২২৬ রান। রোহিত শর্মা অপরাজিত আছেন ১১৮ রানে। রবিন্দ্র জাদেজা ব্যাট করছেন ৩৪ রানে। এরইমধ্যে ৪৯ রানের লিড নিয়েছে তারা, হাতে আছে আরো পাঁচ উইকেট। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সাজঘরে ফিরেছেন নাইটওয়াচম্যান রবিচন্দ্রন অশ্বিন (২৩), চেতশ্বর পুজারা (৭), বিরাট কোহলি (১২) ও সূর্যকুমার যাদব (৮)। অস্ট্রেলিয়ার অভিষিক্ত বাঁহাতি স্পিনার টড মার্ফি চার উইকেট নিয়েছেন। অপর উইকেটটি শিকার করেছেন ন্যাথান লায়ন। এর আগে, প্রথম দিন টসে জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে প্যাট কামিন্সের দল। মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়েছিল তারা। সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার (১) ও উসমান খাজা (১)। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন মার্নাস লাবুশান ও স্টিভ স্মিথ। ৪৯ রানের ইনিংস খেলে আউট হন লাবুশান। ম্যাট রেনশো মেরেছেন ‘ডাক’। বেশি দূর যেতে পারেননি স্মিথও, ৩৭ রান করে থামেন তিনিও। এরপর অ্যালেক্স ক্যারির ৩৬ ও পিটার হ্যান্ডসকম্বের ৩১ রানের কল্যাণে ১৭৭ রানের স্কোর পায় অজিরা। রবিন্দ্র জাদেজা ৪৭ রানে ৫ উইকেট নেন। আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শিকার ৩ উইকেট।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা