অনলাইন ডেস্ক :
বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য বৃহস্পতিবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তাঁর সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। গত বছর কাতার বিশ্বকাপে স্কালোনির অধীনেই শিরোপা জিতে আর্জেন্টিনা। তাই এই পুরস্কার পাওয়ার দৌঁড়ে নিশ্চিতভাবে এগিয়ে আছেন তিনি। ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর- এই সময়ের পারফরম্যান্স বিবেচনা করে এই পুরস্কার দেওয়া হবে। এই সময়কালে শুধুমাত্র একটি ম্যাচেই হেরেছে আর্জেন্টিনা দল। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা জেতানোয় বর্ষসেরা কোচ দৌঁড়ে ভালোভাবেই আছেন কার্লো আনচেলত্তি। এদিকে ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন গার্দিওলা। তাই বর্ষসেরা কোচ হওয়ার দাবিদার হিসেবে তিনিও আছেন। কে হচ্ছেন বর্ষসেরা কোচ, তা জানা যাবে ২৭ ফ্রেব্রুয়ারি।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা