January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 10th, 2023, 7:54 pm

দিয়াবাতের হ্যাটট্রিকে স্বরূপে মোহামেডান

অনলাইন ডেস্ক :

দারুণ জয়ে প্রিমিয়ার লিগ শুরুর পর পথ হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ড্র আর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল সাদা-কালো জার্সিধারীরা। সুলেমানে দিয়াবাতের হ্যাটট্রিকে অবশেষে স্বরূপে ফিরল তারা; ছয় ম্যাচ পর ফিরে পেল ভুলে যাওয়া জয়ের স্বাদ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুক্রবার তলানির দল এএফসি উত্তরাকে ৬-০ গোলে হারিয়েছে মোহামেডান। অন্য তিন গোলদাতা দেনিয়েল ফেবলেস, আরিফ হোসেন ও সাজ্জাদ হোসেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে লিগ শুরুর ছয় ম্যাচ পর ফের জিতল মোহামেডান। আট ম্যাচে ৯ পয়েন্ট তাদের। চলতি লিগে এখনও জয়ের দেখা না পাওয়া এএফসি উত্তরা ১ পয়েন্ট নিয়ে আছে তলানিতেই। প্রথমার্ধেই চালকের আসনে মোহামেডান। জয়ে ফেরার মরিয়া তাড়না মোহামেডানের খেলায় ফুটে উঠল শুরু থেকে। তৃতীয় মিনিটে দেনিয়েল ফেবলেসের শট বক্সে একজনের হাতে লাগলে পেনাল্টির জোরাল আবেদন করে তারা, কিন্তু সাড়া মেলেনি রেফারির। তবে গোলের অপেক্ষা দীর্ঘ হয়নি মোহামেডানের। ২১তম মিনিটে স্পট কিকে দলকে এগিয়ে নেন দিয়াবাতে। বক্সে হ্যান্ডবল হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৩৫তম মিনিটে দিয়াবাতেই দারুণ ভলিতে দ্বিগুণ করেন ব্যবধান। ভেনেজুয়েলার ফরোয়ার্ড ফেবলেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকেন দিয়াবাতে। ৬১তম মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ফেবলেসের ভলি অল্পের জন্য বাইরে দিয়ে যায়। এর দুই মিনিট পর থ্রো ইনে দিয়াবাতের হেড পাসে দূরের পোস্টে থাকা ফেবলেস নিখুঁত শটে ব্যবধান বাড়ান। ৭০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াবাতে। সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন এই মালির ফরোয়ার্ড। আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচ জুড়ে কখনই এএফসি উত্তরা সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি মোহামেডানকে। দলটির সপ্তম হার নিশ্চিত হয়ে যায় ৮০তম মিনিটে। সতীর্থের পাস বক্সে ফাঁকায় পেয়ে যান আরিফ হোসেন। এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে ডান পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি। সাত মিনিট পর সাজ্জাদ হোসেনের গোলে নিশ্চিত হয়ে যায় মোহামেডানের জয়। এদিকে রাজশাহীতে ফর্টিস এফসির বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। জামাল ভূঁইয়ার ফ্রি কিকে চার্লস দিদিয়েরের শট জালে জড়ায়। ষষ্ঠ মিনিটের এই গোলটি আগলে রেখে জিতেছে তারা। এই জয়ে আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল।