January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 13th, 2023, 8:08 pm

হার দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

অনলাইন ডেস্ক :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে হার দিয়ে। গত রোববার কেপটাউনে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের দেওয়া ১২৭ রানের লক্ষ্যে ১০ বল হাতে রেখেই পৌঁছে যায় লঙ্কানরা। রান তাড়া করতে নামা লঙ্কানদের বেশ বিপদে ফেলে দিয়েছিলেন মারুফা আক্তার। ২৫ রানেই সাজঘরে ফেরান তিন লঙ্কান ব্যাটারকে। আউট হন চামারি আথাপাত্থু (১৫), ভিশামি গুণারতেœ (১) ও আনুশকা সাঞ্জেওয়ানি (০)। তবে বাংলাদেশের এমন দুর্দান্ত বোলিং ম্যাচের বাকি সময়ে আর দেখা যায়নি। হার্শিথা মাধবী ও নিলক্ষি ডি সিলভা ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫০ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন হার্শিথা। নিলক্ষি খেলেন ৩৮ বলে ৪১ রানের হার না মানা ইনিংস। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট পান মারুফা। এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুর্শিদা খাতুনকে (০) হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। এরপর তিনে নামা সোবহানা মোস্তারির সঙ্গে ২৮ জুটি গড়েন শামিমা সুলতানা। শামিমা ২০ রান করে বিদায় নেন। সোবহানা ও নিগার সুলতানা জ্যোতির জুটি থেকে আসে ৩৫ রান। সোবহানা সাজঘরে ফেরেন ২৯ রানে। বেশিক্ষণ টিকতে পারেননি জ্যোতিও। অধিনায়ক ফেরেন ২৮ রান করে। শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় ১২৬ রানেই আটকে যায় বাংলাদেশের ইনিংস। লঙ্কানদের হয়ে রানাসিংহে নেন সর্বোচ্চ ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছেন হার্শিথা মাধবী।