অনলাইন ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে ভারত। গত রোববার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারত পেয়েছে ৭ উইকেটের সহজ জয়। পাকিস্তানের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ভারত পৌঁছে যায় ১ ওভার হাতে রেখেই। রান তাড়া করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন যস্তিকা ভাটিয়া ও সেফালি ভার্মা। ভাটিয়া ২০ বলে ১৭ ও সেফালি ২৫ বলে ৩৩ রান করেন। অধিনায়ক হারমানপ্রিত কৌর সাজঘরে ফিরেন ১২ বলে ১৬ রান করে। এরপর অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষ। ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন জেমিমা, আর রিচার ব্যাট থেকে আসে ২০ বলে ৩১। এর আগে, অধিনায়ক বিসমাহ মারুফ ও আয়েশা নাসিমের ব্যাটে ভর করে ২০ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে পাকিস্তান। বিসমাহ ৫৫ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন। আয়েশা নাসিমও ২৫ বলে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলেন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়েন এই দুইজন।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা