January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 13th, 2023, 8:09 pm

ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

অনলাইন ডেস্ক :

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়োইন মরগ্যান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সোশ্যাল সাইটে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বাঁহাতি এই ব্যাটার। ২০১৯ সালে তার নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তিনি গত বছরের ১৯ জুন নেদারল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। অবসর ঘোষণার বার্তায় ৩৬ বছর বয়সী মরগ্যান লিখেছেন, ‘খুব গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। অনেক ভাবনা-চিন্তার পর মনে হয়েছে, যে খেলাটার জন্য বছরের পর বছর এত কিছু পেয়ে এসেছি, সেটা ছাড়ার এখনই সময়। ২০০৫ সালে ইংল্যান্ডের মিডলসেক্সে যোগ দিয়ে দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলা পর্যন্ত-প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানলেও আমি খেলার সঙ্গে জড়িত থাকব। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সম্প্রচারকদের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করব।’ ২০০৬ সালে মাত্র ১৬ বছর বয়সে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয় মরগ্যানের। স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন ৯৯ রান। এরপর পাড়ি জমান ইংল্যান্ডে। ২০০৯ সালেই ইংল্যান্ডের হয়ে ওয়ানডে আর টি-টোয়েন্টি অভিষেক হয়ে যায়। ২০১০ সালে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অভিষেক। যদিও সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১২ সালে। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে বিপর্যয়ের পর ইংল্যান্ড দলকে বদলে দিয়েছিলেন মরগ্যান। তার নেতৃত্বেই আগ্রাসী ক্রিকেট দিয়ে পরের বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড।