January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 13th, 2023, 8:15 pm

আইপিএলে অবিক্রীত জাহানারা

অনলাইন ডেস্ক :

মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে সোমবার চলছে মেয়েদের আইপিএলের নিলাম। মোট পাঁচটি দলের প্রতিটি ১২ কোটি রুপি নিয়ে মাঠে নেমেছে। নিলামে বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের নাম উঠলেও তাকে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের জাহানারা নিলামে অবিক্রীত আছেন। জাহানারার পর ৮ নম্বর সেটে নাম উঠবে সালমা খাতুনের। যার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি। ১০ নম্বর সেটে আছেন তরুণ ব্যাটার স্বর্ণা আক্তার। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ঝলক দেখান তিনি। তার ভিত্তি মূল্য ২০ লাখ রুপি। ১২ নম্বর সেটে ৩০ লাখ রুপি ভিত্তি মূল্য নিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আইপিএলের আদলে ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) এই নিলামে অংশ নিয়েছেন ৪০৯ খেলোয়াড়। যার মধ্যে ২৪৬ ক্রিকেটার ভারতীয় এবং ১৬৩ ক্রিকেটার বিদেশি। ডব্লিউপিএল এর নিলামে কমপক্ষে ১৫ ও সর্বোচ্চ ১৮ খেলোয়াড় রাখতে পারবে দলগুলো। দলে সর্বোচ্চ ৬ জন বিদেশি খেলোয়াড় রাখা যাবে। উল্লেখ্য, এর আগে ভারতের ‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে একটি টুর্নামেন্ট খেলেছেন জাহানারা আলম।