অনলাইন ডেস্ক :
দেখতে দেখতে শেষ হয়ে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আর মাত্র দুটি ম্যাচেই হয়ে যাবে শিরোপার ফয়সলা। ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে অপর ফাইনালিস্ট দল নির্ধারিত হয়ে যাবে। বিপিএল ফাইনালের জন্য বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বৃহস্পতিবার বিপিএল ফাইনালের দিন সংগীতানুষ্ঠান এবং আতশবাজির প্রদর্শনী দেখা যাবে। সোমবার মিরপুর শেরেবাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিপিএল ফাইনালের দিন কিছু বাড়তি আয়োজন তো থাকবেই। সেই সঙ্গে দেশের যে নামকরা ব্যান্ডগুলো আছে, তাদের মধ্য থেকে কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছি সংগীত পরিবেশনের জন্য। এ ছাড়া ফায়ারওয়ার্কস, বিম শোর আয়োজন থাকবে।’ কারা সংগীত পরিবেশন করবেন―এমন প্রশ্নে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিশেষ করে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাই আছেন। ওঁদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আশা করছি উনারাই পারফর্ম করবেন।’ তবে বিদেশি সংগীতশিল্পী আনার সম্ভাবনা নাকচ করে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এটা এই মুহূর্তে চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন বলে মনে হচ্ছে না। আমাদের জনপ্রিয় ব্যান্ড শিল্পী যারা আছেন, তাদের পারফরম্যান্সটাই আমরা চাচ্ছি।’
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা