January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 8:29 pm

বিপিএল ফাইনাল : টিকিটের মূল্য কত?

অনলাইন ডেস্ক :

চলমান বিপিএলের টিকিটের মূল্য নিয়ে যে রোলার কোস্টার রাইডে মেতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বাড়ে তো এই কমে। লিগ পর্ব শেষে প্লে-অফের প্রথম দুই ম্যাচের জন্য হুট করিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছিলো টিকিটের দাম। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য আকস্মিকভাবে দাম কমানো হয় প্রায় অর্ধেক। এবার ফাইনালের টিকিটের দাম আবারও বাড়িয়েছে বিসিবি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের ফাইনালের জন্য নতুন নির্ধারিত মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। গত বৃহস্পতিবার বিপিএলের ফাইনাল ম্যাচের সর্বনিম্ন মূল্যের টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায় আর সর্বোচ্চ মূল্যের টিকিট পাওয়া যাবে ২০০০ টাকায়। বিসিবির প্রকাশিত বিবৃতিতে জানা যায়, বিপিএলের ফাইনাল ম্যাচের জন্য ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন্য ৩০০ টাকায়। নর্দার্ন আর সাউদার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়। ক্লাব হাউজের টিকিটের নতুন নির্ধারিত মূল্য ৮০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকায়। আর গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২০০০ টাকা। বিপিএলের ফাইনালের টিকিট পাওয়া যাবে আজ বুধবার ও ম্যাচের দিন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার এবং শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।