January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 12:18 pm

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

কাফি খান, ময়মনসিংহ:

ময়মনসিংহে ছেলের দায়ের কুপে জয়নুদ্দিন (৭৫) নামের বৃদ্ধ পিতা খুন হয়েছেন। এই ঘটনার পর থেকে ছেলে আ. মতিন (৩৫) পলাতক রয়েছেন।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। পলাতক আ. মতিন নিহত জয়নুদ্দিনের প্রথম স্ত্রীর সন্তান।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা করে জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মাঝে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ভোরে জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দেয়ার সময় আ. মতিন পিছন থেকে দা দিয়ে কুপ দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ওসি ফারুক হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।