অনলাইন ডেস্ক :
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগে থেকেই র্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারত। নাগপুরে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে এবার টেস্টেও শীর্ষে জায়গা করে নিল তারা। এতে দারুণ এক কীর্তি গড়ল এশিয়ার দলটি। এখন আইসিসির তিন সংস্করণে এক নম্বর দল ভারত। এই অর্জনে নাম আছে কেবল আর দক্ষিণ আফ্রিকার। ২০১৩ সালে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একসঙ্গে শীর্ষে ছিল তারা। ২৬৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে চূড়ায় ভারত। তাদের চেয়ে ¯্রফে এক পয়েন্ট পিছিয়ে এই সংস্করণে পরের স্থানে থাকা ইংল্যান্ড। ২৫৮ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। গত জানুয়ারিতে ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়াকে (১১২) টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে ভারত (১১৪)। দুই দলের পয়েন্টের পার্থক্য এখন স্রেফ ২। সমান ১১১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিনে ও চারে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। গত বছর অস্ট্রেলিয়ার কাছেই টেস্টের শীর্ষস্থান হারিয়েছিল ভারত। এবার তাদেরকে নিচে নামিয়ে সিংহাসন পুনরুদ্ধার করল রোহিত শর্মার দল। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি ভারত। তিন দিনেই তুলে নেয় ইনিংস ও ১৩২ রানের বড় জয়। এতে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে শীর্ষে জায়গা করে নেয় ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১১। ইংল্যান্ড তিনে আছে ১০৬ পয়েন্ট নিয়ে। ঠিক ১০০ পয়েন্ট চার নম্বর নিউ জিল্যান্ডের। পরের স্থানগুলোর যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা (৮৫), ওয়েস্ট ইন্ডিজ (৭৯), পাকিস্তান (৭৭), শ্রীলঙ্কা (৭৬), বাংলাদেশ (৪৬) ও জিম্বাবুয়ে (২৫)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টটি শুরু আগামীকাল শুক্রবার, দিল্লিতে। শীর্ষস্থান ধরে রাখতে হলে ম্যাচটি জিততে হবে ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে তাদেরকে চার ম্যাচের সিরিজটি ৩-১ অথবা ৩-০ ব্যবধানে জিততে হবে।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি