অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যে বিজয়ী দল ট্রফি জয়ের স্বাদ পাবে। ফাইনালের আগের দিন ব্যতিক্রমী আয়োজনে সংবাদ শিরোনামে এলো দুই দল। তাও আবার দেশের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত সূচনাকারী মেট্রোরেলের কল্যাণে। ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের হাতে চড়ে মেট্রোরেলে ঘুরে বেরিয়েছে বিপিএল ট্রফি। অবশ্য প্রশ্ন ওঠা স্বাভাবিক, ফাইনালের আগে ট্রফি হাতে দুই দলের অধিনায়কের থাকার কথা। কিন্তু সিলেটের হয়ে সেখানে মুশফিককে দেখা গেলো। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যক্তিগত ব্যস্ততায় উপস্থিত থাকতে পারেননি। তার বদলে দলটির আরেক সিনিয়র ক্রিকেটার ফটোসেশনে অংশ নিয়েছেন। ফটোসেশনের জন্য বেছে নেওয়া হয় দেশের যোগাযোগের জন্য আইকনিক স্থান হিসেবে পরিচিতি পাওয়া উত্তরার দিয়াবাড়ি স্টেশনকে। দিয়াবাড়ি ডিপোতে কুমিল্লার অধিনায়ক ইমরুল ও সিলেটের সহ-অধিনায়ক মুশফিকুর রহিম ট্রফি নিয়ে ফটোশুট করেন। প্রথমে স্টেশনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। পরবর্তীতে ট্রফি নিয়ে ছবি তুলেছেন রেলের ভেতরেও। ইমরুল কায়েস ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘নতুন অভিজ্ঞতা।’ বিসিবির অভিনব এই উদ্যোগ সাড়া ফেলেছে মানুষের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছে মুশফিক-ইমরুলের মেট্রোরেল ভ্রমণের ছবি। ঢাকা শহরের গর্ব মেট্রোরেলকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এরচেয়ে ভালো উপলক্ষ আর কিছু হতে পারে না।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল