নিজস্ব প্রতিবেদক :
অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে একাধিক জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাওয়াই মিঠাই’, ‘সিরিয়াস একটি কথা আছে’, ‘সিরিয়াস কথার পরের কথা’, ‘ছায়াবাজি’, ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’ এর মতো দর্শকপ্রিয় নাটক। মোশাররফ করিমকে নিয়ে নির্মাণ করেছেন বিজ্ঞাপনও। তার মধ্যে ‘নাম্বার ওয়ান চা’ খুবই জনপ্রিয় একটি বিজ্ঞাপন। জীবনের নির্মাণে সর্বশেষ ‘লাগেস’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করেন মোশাররফ করিম। এই নির্মাতা জীবন এখন নির্মাণের পাশাপাশি করছেন অভিনয়ও। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের সিজন ফোর এ বোরহান ভাই চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত তিনি। এই নির্মাতা-অভিনেতা জুটিকে এবার দেখা যাবে ক্যামেরার সামনে। না কোনো নাটক বা সিনেমা নয়। প্রথমবার তারা একসঙ্গে অভিনয় করলেন একটি বিজ্ঞাপনে। ‘দেবী’ ছবির নির্মাতা অনম বিশ্বাস নির্মাণ করেছেন বিজ্ঞাপনটি। ব্র্যাক ব্যাংকের বিজ্ঞাপন এটি। সম্প্রতি এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা জানিয়েছেন এ মাসেই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। মোশাররফ করিম বলেন, ‘এটি একটি বিজ্ঞাপন। অনম ভাই নির্দেশনা দিয়েছেন। গতকাল (মঙ্গলবার) শুটিং শেষ করলাম। মজার বিষয় হচ্ছে এতে জীবনও অভিনয় করেছে। জীবনের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। ওর নির্দেশনায় বহু কাজ হয়েছে আমার। এখন তো নির্মাতার বাইরে অভিনেতা হিসেবেও সে বেশ দর্শকপ্রিয়।’ জীবন বললেন, ‘একজন অভিনেতা হিসেবে মোশাররফ ভাইয়ের তুলনা নেই। মানুষ হিসেবেও মোশাররফ ভাই অতুলনীয়। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসবসময় আনন্দদায়ক। ক্যামেরার পেছন থেকে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার বহু। এবার হেেলা ক্যামেরার সামনে। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা।’
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম