January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 16th, 2023, 8:11 pm

চেলসির পরাজয়ে যা বললেন হাভের্তজ

অনলাইন ডেস্ক :

জানুয়ারি উইন্ডোতে ৮ খেলোয়াড় কিনতে ৩৫০ মিলিয়ন ডলার খরচ করেছে চেলসি। তার পরেও পরীক্ষিত স্ট্রাইকারের অভাব অনুভূত হচ্ছে ঠিকই। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরেছে তারা। ডর্টমুন্ডের বিপক্ষে শট নিয়েছে ২১টি। লক্ষ্যে ছিল ৮টি। তার পরেও তারা জালের ঠিকানা খুঁজে পায়নি। চেলসি ফরোয়ার্ড কাই হাভের্তজ অবশ্য এই পরাজয় থেকেও ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন। তিনি মনে করেন, ‘সম্প্রতি অনেক নতুন খেলোয়াগ এই উইন্ডোতে যোগ দিয়েছে। তাদের উন্নতির পাশাপাশি রসায়নটাও চোখে পড়ছে।’ নতুন খেলোয়াড় কিনতে প্রচুর অর্থ ব্যয় করলেও গোল করার ক্ষেত্রে তাদের দক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বার বার। গ্রাহাম পটার গত সেপ্টেম্বরে দায়িত্ব বুঝে নেওয়ার পর চেলসি ২৪ ম্যাচে ২৫ গোল করেছে। শেষ আট ম্যাচে করেছে মাত্র ৩টি! এই বছরে সর্বশেষ জয়টিও এসেছে গত মাসে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। হাভের্তজ অবশ্য হাল ছাড়ছেন না। তাকে প্রেরণা জোগাচ্ছেন নতুন আসা খেলোয়াড়রাই, ‘আমরা আরেকটি ধাপ এগিয়েছি। তবে যেভাবে ফল চেয়েছি, সেটা হয়তো হয়নি। কিন্তু আমরা ভালো কিছুর ইঙ্গিত দিতে পেরেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। এখন সেটার ওপরই কাজ চালিয়ে এগিয়ে যাওয়া উচিত।’ চেলসির ব্যর্থতার দিনে বরুশিয়ার হয়ে ৬৩ মিনিটে জয়সূচক গোলটি করেছেন কারিম আদেয়ামি। লন্ডনে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ৭ মার্চ।