অনলাইন ডেস্ক :
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ফেডারেশন কাপে পুরুষ বিভাগে শিরোপা জয় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আজ শহীদ (ক্যাপ্টেন) এম.মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ৩৫-২৯ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিজিবি। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১২ গোলে এগিয়ে ছিল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজিবির ১৬নম্বর জার্সিধারী তারিকুর রহমান। ফাইনাল শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব, সহকারী সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন এবং নির্বাহী সদস্য মো. সেলিম মিয়া বাবু এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম