January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 16th, 2023, 11:27 am

রংপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী রংপুরে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে পালন করেছে ।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এসময় শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। শ্রদ্ধা অর্পণ শেষে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এসময় বিশ^বিদ্যালয়ের প্রক্টর মোঃ গোলাম রব্বানী, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ. কে. এম ছায়াদত হোসেন বকুল, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.টি.জি.এম গোলাম ফিরোজ, সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়–য়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এদিকে ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার আহ্বায় এ কে এম ছায়াদত হোসেন বকুল মিয়া, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামীগের সভাপতি রাজা বিএসসি,ডি সার্কেল কামরুজ্জামান,উপজেলা প্রশাসক বিরোধা রানী রায়, অফিসার ইনচার্জ জাকির হোসেন পীরগঞ্জ থানা , উপজেলা চেযারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজীমুল ইসলাম শামীম সহ বাংলাদেশ আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন নেতাকর্মীগণ এসময় উপস্হিত ছিলেন।
এছাড়াও দুপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।