অনলাইন ডেস্ক :
বেশকিছু লেগ স্পিনার বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়ে স্বপ্ন দেখেছিল থিতু হওয়ার। কিন্তু সে আশা আজও পূরণ হয়নি তাদের। তবে এবার বাংলাদেশ দলের হেড অব প্রোগ্রাম হিসেবে নিয়োগ পাওয়া ডেভিড মুর এ অভাব ঘুচানোর আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ দলে লেগ স্পিনার যেন এক সোনার হরিণ। একে পেতে কতোই না চেষ্টা করে যাচ্ছে বিসিবি। তবে কোথাও থেকে একজন লেগ স্পিন স্পেশালিস্ট বের হচ্ছে না। জুবায়ের হোসেন লিখন, রিশাদ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি কিংবা আমিনুল ইসলাম বিপ্লবরা চেষ্টা করে গেছেন নিজেদের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে থিতু হতে। কিন্তু পারফরমেন্সের ঘাটতি থাকায় দলে জায়গা হারিয়ে ফেলেছেন তারা। তবে এবার একজন লেগ স্পিন স্পেশালিস্ট বের করার জন্য কাজ করবে বিসিবি। ডেভিড মুরের সহায়তায় এবার শুরু হচ্ছে লেগস্পিন হান্টিং। গত বৃহস্পতিবার বিপিএল ফাইনালের পর একজন লেগস্পিনার খোঁজার ব্যাপারে কথা বলেন নাজমুল হাসান পাপন। পাপন বলেন, ‘বিপিএল না, কোনো কিছুতেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি, সে আমাকে জানালো সে লেগ স্পিনার খুঁজে বের করার জন্য হান্টিং শুরু করবে সারা দেশে। প্রতিটি জেলা, প্রতিটি বিভাগ অনুযায়ী হান্টিং করে, সে নিজে দেখে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। দেখা যাক, আশা করি আমার দৃঢ়বিশ্বাস আমরা কয়েকটা ছেলে তো পাবোই।’ তবে জেলা পর্যায় থেকে উঠে আসা খেলোয়াড়রা এখনই জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য প্রস্তুত নয় তা জানেন পাপন। এ ক্ষেত্রে বেরিয়ে আসা লেগ স্পিনারকে ৬ মাস বা এক বছর অনুশীলন করানোর পরিকল্পনা নিয়েছে বিসিবি। পাপন বলেন, ‘হয়তো এখনই তারা পুরোপুরি প্রস্তুত না। এমন পাবো না যে, এখনই আমাদের জন্য জাতীয় দলে খেলতে পারবে। আমরা যদি পটেনশিয়াল আছে পাই, তাদেরকে যদি ভালো কোচের অধীনে দিতে পারি ৬ মাসের অনুশীলন। এক বছর পরে হলেও তো আমরা একটা ভালো লেগ স্পিনার পেতে পারি। আমরা ওই চেষ্টাটাই করবো।’
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল