January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 17th, 2023, 8:39 pm

ভারতে ২ জন মুসলিমের পোড়া মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

ভারতের হরিয়ানায় একটি গাড়িতে দুই মুসলিমের আগুনে পোড়া মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহ দুটিই পুরুষের।এই ঘটনা পরেই দিনই হরিয়ানায় পাঁচজনের বিরুদ্ধে একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পেছনে গো-রক্ষকদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নাসির (২৫) এবং জুনাইদ (৩৫) নামের দুইজনকে স্থানীয় সময় বুধবার রাজস্থানের ভরতপুর জেলা থেকে অপহরণ করা হয়েছিল। তাদের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায়। গত বৃহস্পতিবার সকালে হরিয়ানার ভিওয়ানি জেলায় একটি গাড়িতে (মাহিন্দ্রা বোলেরো এসইউভি) নাসির ও জুনায়েদের পোড়া মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহগুলো নাসির ও জুনায়েদের কিনা তা নিশ্চিত করার জন্য চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে ভরতপুর ইন্সপেক্টর জেনারেল গৌরব শ্রীবাস্তব বলেন, ‘গাড়িতে অজ্ঞাতপরিচয়ের দুজনের দগ্ধ লাশ পাওয়া গেছে। অপহরণ করা ওই দুই ব্যক্তি এরাই কিনা তা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের নিয়ে আমাদের দল ঘটনাস্থলে গেছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার পর তাদের শনাক্ত করা যাবে।’ এদিকে পুলিশ জানিয়েছে, এই মৃত্যুর সঙ্গে গো-সতর্কতা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শ্রীবাস্তব আরো বলেন, জুনায়েদের বিরুদ্ধে গরু পাচারের পাঁচটি মামলা রয়েছে কিন্তু নাসিরের কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। গাড়িতে আগুন লেগে দুজনেই মৃত্যু হয়েছে কিনা সেটাও খাতিয়ে দেখা হচ্ছে। তবে অপহৃত দুই ব্যক্তির পরিবার গাড়িটি শনাক্ত করে জানায়, গাড়ির মালিক নাসির ও জুনায়েদের পরিচিত ছিল। সূত্র: এনডিটিভি।