January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 17th, 2023, 12:59 pm

কবি রাজু আহমেদ এর “জোরগলা” বইয়ের মোড়ক উন্মোচন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান লিটন ম্যাগ চত্বরে, ইচ্ছে স্বপ্ন প্রকাশনীর ১২১ নং স্টলে কবি এম রাজু আহমেদ এর পঞ্চম কাব্যগ্রন্থ “জোরগলা”র মোড়ক উন্মোচন হয়েছে গতকাল। প্রকাশক আব্দুল্লাহ্ আল তানিম এর সভাপতিত্বে ও সাহিত্যিক নাজমুন নাহার লাডলী ও সংবাদ উপস্থাপিকা নিগার নিশাত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন ও কবিকে সম্মাননা স্মারক প্রদান করেন, বিজিবিএমএস, এনডিসি, পিএসসি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মোঃ হাফিজুল হক। অনুষ্ঠানে কবি সাহিত্যিক প্রকাশকদের উপস্থিতিতে মোড়ক উন্মোচন শেষে কবি এম রাজু আহমেদসহ আরো ১৯জন লেখককে সম্মাননা স্মারক দেয়া হয়। কবি এম রাজু আহমেদ এর বাড়ী মৌলভীবাজার জেলা জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামে।