January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 18th, 2021, 8:05 pm

লেভানদোভস্কির জোড়া গোলে সুপার কাপ জিতল বায়ার্ন

অনলাইন ডেস্ক :

মৌসুমের শুরুতেই বায়ার্ন মিউনিখকে শিরোপা এনে দিলেন রবার্তো লেভানদোভস্কি। গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করলেন তিনি। সঙ্গে জালের দেখা পেয়েছেন টমাস মুলার। দুই তারকার গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন। ডর্টমুন্ডের একমাত্র গোলটি করেছেন মার্কো রয়েস। জার্মান সুপার কাপের ইতিহাসে এই নিয়ে টানা দ্বিতীয় এবং রেকর্ড নবম শিরোপা ঘরে তুলল বায়ার্ন। এদিন ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রাখা বায়ার্ন গোলের দেখা পায় ৪১ মিনিটে। বাঁ-দিকে একজনকে কাটিয়ে জিনাব্রির বাড়ানো ক্রসে ছুটে গিয়ে দারুণ হেডে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। এরপর বিরতি থেকে ফিরেই আরেকবার ডর্টমুন্ডের জালে বল পাঠায় বায়ার্ন। ৪৯ মিনিটে সতীর্থের পাস ভালো পজিশনে পেলেও গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে ছেড়ে দেন লেভানদোভস্কি। পেছনে ছিলেন টমাস মুলার। গোলমুখে ফাঁকায় বল পেয়ে ভুল করেননি তিনি। অনায়াসে জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুলার। এরপর ৬৪ মিনিটে ব্যবধান কমায় ডর্টমুন্ড। বায়ার্নের ডি-বক্সের বাইরে থেকে রয়েসের দারুণ বাঁকানো শট পোস্ট ঘেঁষে জালে চলে যায়। গোল পেয়ে কিছুটা আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি ডর্টমুন্ড। ৭৪ মিনিটে লেভা আরেকবার গোল করলে ম্যাচে ফেরার আশা ভেস্তে যায় ডর্টমুন্ডের। সতীর্থের পায়ে লেগে পাওয়া বল ধরে এগিয়ে গিয়ে সহজেই ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন লেভানদোভস্কি। এই নিয়ে সুপার কাপে রেকর্ড সাতটি গোল করলেন পোলিশ তারকা। তাঁর পরেই আছেন টমাস মুলার।