অনলাইন ডেস্ক :
ইংলিশ প্রিমিয়াল লিগে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা জয়ের দৌঁড়ে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে এখন পেপ গার্দিওলার শীষ্যরা। ম্যাচের ৪১ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। জ্যাক গ্রিলিশের যোগান থেকে বল পেয়ে আনুমানিক ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন তিনি। কিন্তু উত্তেজনা বাড়তে থাকে দ্বিতীয়ার্ধে, যখন পেপ গার্দিওলা দলের দ্বিতীয় গোল পেতে বিবাদে জাড়িয়ে পড়েন চতুর্থ রেফারির সঙ্গে। প্রতিপক্ষের জো ওয়ারাল সিটি তারকা আর্লিং হালান্ডকে বিপজ্জনকভাবে বাধা দেওয়ার কারণে পেনাল্টি দাবি করেন গার্দিওলা। তবে তার দাবি আমলে নেয়নি ম্যাচ কর্মকর্তারা। এরই জের ধরে তিনি চতুর্থ রেফারিকে হেনস্থা করলে গার্দিওলাকে দেখতে হয় হলুদ কার্ড। এরপরও হালান্ড বেশ কয়েকটি সুযোগ মিস করেন। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে মর্গান গিবস-হোয়াইটের ক্রসের বল টোকা দিয়ে জালে জড়িয়ে নটিংহ্যামকে সমতায় ফিরিয়ে আনেন ক্রিস উড। খেলা শেষে গার্দিওলা বলেন, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি। কিন্তু এটি ফুটবল। এখানে আমাদেরকে গোল করতে হবে। এটি ছিল আমাদের খেলা সেরা ম্যাচগুলোর একটি। কিন্তু শেষ পর্যন্ত দুই পয়েন্ট হারাতে হলো। আমাদের আরও বেশি আগ্রাসী হওয়া উচিত ছিল। তবে এটি জানি যে আমাদেরকে আরও অনেক ম্যাচ খেলতে হবে।’
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি