January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 20th, 2023, 8:14 pm

গুলশানে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ২

রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে সোমবার সকালে আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত রাজু মিয়া শিকদার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উপকমিশনার আরও জানান, রবিবার সন্ধ্যায় ওই বহুতল ভবনে ছড়িয়ে পড়া আগুন চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এসময় আগুনে পুড়ে মারা যান ১২ তলা ওই ভবনে কর্মরত আনোয়ার হোসেন।

এছাড়া ৯ জন পুরুষ, ১২ জন নারী ও এক শিশুসহ মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে গুলশান-২ এর একটি ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

—-ইউএনবি