January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 20th, 2023, 8:45 pm

শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেন হেইজেলউড

অনলাইন ডেস্ক :

মাঠের পারফরম্যান্স এমনিতেই ভালো হচ্ছে না। এর মধ্যে আবার দুঃসংবাদ শুনতে হলো অস্ট্রেলিয়াকে। ভারত সফরে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির অভিজ্ঞ পেসার জশ হেইজেলউড। বাম পায়ের অ্যাকিলিসের চোটে ভুগছেন তিনি। শিগগিরই দেশে ফিরে যাবেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। কোনো টেস্ট না খেলেই আপাতত তার ভারত সফর শেষ হয়ে যাওয়ার কথা সোমবার নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড। “জশ হেইজেলউড ছিটকে গেছে। সে বাড়ি ফিরে যাবে।” চোটের সঙ্গে হেইজেলউডের লড়াই চলছে বেশ কিছুদিন ধরে। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোট পান তিনি। ফলে ছিটকে যান ওই সফরের দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে ফেরেন তিনি। ওই ম্যাচেই বৃষ্টিভেজা মাঠে নরম আউটফিল্ডে বোলিংয়ের কারণে তার অ্যাকিলিস ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে ভারতে দলের সঙ্গে এলেও বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। ভারতে বাকি দুই টেস্টে ডেভিড ওয়ার্নারকে পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া। কনুইয়ের চোটে ভুগছেন দলটির তারকা ওপেনার। দিল্লি টেস্টের প্রথম দিন মোহাম্মদ সিরিজের একটি গতিময় বাউন্সার তার কনুইয়ে আঘাত করে। এরপরই অবশ্য কনকাশনের কারণে ম্যাচ থেকে ছিটকে যান তিনি। সিরাজের আরেকটি বল তার হেলমেটে আঘাত করে। কনকাশন বদলি হিসেবে খেলেন ম্যাট রেনশ। ওয়ার্নারকে নিয়ে এখনই আশা ছাড়ছেন না ম্যাকডোনাল্ড। তবে কোনো ঝুঁকি নিতেও রাজি নন তারা। “ওয়ার্নার এখনও ব্যথা অনুভব করছে। এসব আলোচনা করার আগে তার সঙ্গে আমাদের কথা হয়েছে। ডেভিকে (ডেভিড ওয়ার্নার) নিয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুড়া করছি না।” সুখবরও অবশ্য মিলছে অস্ট্রেলিয়ার জন্য। চোট কাটিয়ে তৃতীয় টেস্টের জন্য পেসার মিচেল স্টার্ক ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে পাওয়ার আশা করছে তারা। চার টেস্টের সিরিজে ২-০ তে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। ইন্দোরে তৃতীয় ম্যাচ শুরু আগামী ১ মার্চ। আহমেদাবাদে চতুর্থ ও শেষ ম্যাচ শুরু ৯ মার্চ। ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডেও খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ১৭, ১৯ ও ২২ মার্চ। সাদা বলের আসছে লড়াইয়ের দল এখনও দেয়নি তারা।