অনলাইন ডেস্ক :
সের্হে রবার্তো এগিয়ে নেওয়ার পর রবার্তো লেভানদভস্কি ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগেই দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির পরও এই স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতেছে জাভির দল। লা লিগায় কাদিজকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে গেলো কাতালানরা। ক্যাম্প ন্যুতে ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের চেয়ে আবারও ৮ পয়েন্ট এগিয়ে রইলো কাতালানরা। ২২ ম্যাচে ১৯ জয় ও ২ ড্রয়ে বার্সেলোনার ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কার্লোস আনচেলত্তির দল। ম্যাচ ঘড়ির ১৬ মিনিটে আচমকা কাদিসের রজার মার্তি বার্সেলোনার জালে বল পাঠালেও গোল হয়নি, অফসাইডের কারণে। ২১ মিনিটে দারুণ সুযোগ পায় বার্সেলোনা। তবে ফেররান তরেসের কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে যায়। এরপর বার্সেলোনার আরও একটি চেষ্টা প্রতিহত করেন কাদিস গোলকিপার। বিরতিতে যাওয়ার আগে তিন মিনিটের মধ্যে গোল দুটি পায় স্বাগতিকরা। ৪৩তম মিনিটে তরেসের ক্রসে লেভানদভস্কির ডাইভিং হেড গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। ফিরতি বল জালে পাঠান রবের্তো। পরের গোলে অবদান রাখেন এই স্প্যানিয়ার্ড। বিরতি যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার পাস ডি-বক্সের মাথায় পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লেভানদোভস্কি। ৫৭তম মিনিটে আরেকটি গোলের সুযোগ পান লেভানদোভস্কি। গাভির ক্রসে তার ডান পায়ের ভলিতে বল ক্রসবারের ওপর দিয়ে যায়। শেষের দিকে কাদিজের দুর্ভাগ্য। ৭৯ মিনিটে বক্সের ভেতর থেকে ক্রিস রামোসের শটে বল জার্মান গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। এরপর ফরোয়ার্ড আন্থনি রুবেনের প্রচেষ্টাও পোস্টে লাগলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি