January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 20th, 2023, 8:48 pm

যে কারণে পাকিস্তান ছাড়লেন সাকিব

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ফরচুন বরিশালের বিদায়ের পরই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যান সাকিব আল হাসান। তবে পেশোয়ার জালমির হয়ে এক ম্যাচ খেলেই পাকিস্তান ছাড়লেন এই অলরাউন্ডার। জরুরি পারিবারিক প্রয়োজনে পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন তিনি। গত রোববার এক বিবৃতিতে সাকিব বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে আমাকে সাময়িকভাবে পিএসএল ছেড়ে যেতে হচ্ছে। আমি জানি যে এখানে আমার বড় একটি সমর্থকগোষ্ঠী রয়েছে এবং আমি ভক্তদের সামনে সবগুলো ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম।’ পেশোয়ারের হয়ে শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করে সাকিব বলেন, ‘হতাশ হওয়ার কোন কারণ নেই। আমি আবারো দ্বিতীয় পর্বের খেলার আগে ফিরে আসব এবং পেশোয়ার জালমিকে আবারো শিরোপা জেতাতে ভূমিকা রাখার চেষ্টা করব।’ এবারের পিএসএল আসরে পেশোয়ারের প্রথম ম্যাচেই মাঠে নামেন সাকিব। করাচি কিংসের বিপক্ষে সেই ম্যাচে ২ রানে জেতে পেশোয়ার। তবে সাকিব আলো ছড়াতে পারেননি। ব্যাটিংয়ে ১ বলে ১ রানে অপরাজিত থাকার পর বল হাতে ৩ ওভারে ৩২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরের ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে সাকিবকে একাদশে রাখেনি পেশোয়ার।