দেশের আকাশে মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
চাঁদ দেখা যাওয়ায় আজ (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস শুরু।
মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বিষয়টি জানানো হয়।
আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। মুসলমানরা বিশেষ প্রার্থনা, পবিত্র কুরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ দিবসটি পালন করেন।
—ইউএনবি

আরও পড়ুন
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা
ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৯ ফ্লাইট গেলো চট্টগ্রাম-কলকাতা-ব্যাংকক
কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ করলেন জাইমা রহমান