January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 23rd, 2023, 8:41 pm

তলোয়ার নিয়ে মাঠের মধ্যে কী করছেন রোনালদো?

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের পরপরই ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ধীরে ধীরে ক্লাবটিতে মানিয়ে নিচ্ছেন নিজেকে। সৌদি প্রো-লিগের ম্যাচে এরইমধ্যে নিজের জাত চিনিয়েছেন সিআরসেভেন। এক ম্যাচে পাঁচ গোল করার পর, আরেকটি ম্যাচে করেছেন জোড়া অ্যাসিস্টও। তবে গত বুধবার ফুটবল নিয়ে নয়, আল নাসরের স্টেডিয়াম এমআরসুল পার্কে রোনালদোকে দেখা গেছে তলোয়ার হাতে। গত বুধবার হলো সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। গত বছর থেকে এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটি। নিজেদের ঘরের মাঠ এমআরসুল পার্কে দিনটি ভিন্নভাবে উদযাপন করেছে আল নাসর। এদিন রোনালদো হাজির হয়েছিলেন পুরোপুরি আরব্য সাজে। তার পরনে ছিল সাদা রঙের জুব্বা। জুব্বার ওপর নেবি ব্লু ও সোনালি রঙে মোড়ানো ডাগলাহ পরেন তিনি। তলোয়ার হাতে নিয়ে সৌদির ঐতিহ্যবাহী আরদা নাচেও অংশ নেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা। তখন তাঁর কাঁধে ছিল সৌদি আরবের পতাকা। দিবসটি উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন রোনালদো। ক্যাপশনে লিখেছেন, ‘সৌদি আরবকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। আল নাসরে এই উদযাপনে অংশ নেওয়া বিশেষ এক অভিজ্ঞতা ছিল।’