January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 23rd, 2023, 9:00 am

ডামুড্যায় দুবখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):

২১ ফেব্রুয়ারী মঙ্গলবার ভাষা শহীদদের স্মরণে ডামুড্যা পৌরসভাধীন ৭নং দুবখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। তিনি বলেন ২১ ফেব্রুয়ারী সেই ভাষা আন্দোলন তার অনেক সময় পাড় করে ফেলেছি কিন্তু এখনও সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নকশা অনুযায়ী শহীদ মিনার নির্মাণের। শিক্ষার্থীরা যাতে কলাগাছ, গাছের ডালপালা বা অন্য কিছু দিয়ে শহীদ মিনার বানিয়ে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন না করে। সেই সিদ্ধান্তে সাড়া দিয়ে ০৭নং দুবখোলা সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যগণের আহবানে আমরা এখানে এসেছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম নজিবুল হক, সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।