জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে সিলেট রেঞ্জের বিদায়ী ডিআইজি মোঃ মফিজ উদ্দিন পিপিএমকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে পৌরসভার আয়োজনে সিলেটরে ঞ্জের ডিআইজি মফিজ উদ্দিনের বদলীজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র ফজলুর রহমানের সভাপত্বিতে ও শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা প্রসাশক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত সিলেট রেঞ্জের বিদায়ী ডিআইজি মোঃ মফিজ উদ্দিন পিপিএম বলেন, সিলেটের মানুষকে আমি খুব মিস করবো, আমার চাকুরি জীবনের একটি শ্রেষ্ট স্থান হলো মৌলভীবাজার।
আরও পড়ুন
গঙ্গাচড়ায় কিশোর কিশোরী ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়াপ্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
রংপুর বিভাগ চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ
সাপাহারে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে নবাগত ইউএনও সেলিম আহমেদ