অনলাইন ডেস্ক :
আফগানিস্তানে গণতান্ত্রিক সরকার থাকবে না। দেশ পরিচালনায় রুলিং কাউন্সিল গঠন করা হতে পারে বলে জানান তালেবানের উর্ধ্বতন কমান্ডার ওয়াহিদুল্লাহ হাশিমি।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান তিনি।
তালেবানের উর্ধ্বতন কমান্ডার ওয়াহিদুল্লাহ হাশিমি বলেন, কোনও গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। কারণ আমাদের দেশে এর কোনও ভিত্তি নেই। কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা আমরা আফগানিস্তানে প্রয়োগ করব তা নিয়ে আলোচনা করব না। কারণ এটি স্পষ্ট। আফগানিস্তান চলবে শরিয়া আইনে। সেটাই শেষ কথা।
তিনি বলেন, এই সপ্তাহের শেষ দিকে তালেবান নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকে তিনি যোগ দেবেন। এতে দেশ পরিচালনা নিয়ে আলোচনা হবে। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবুতুল্লাহ আখুন্দজাদা দেশের সামগ্রিক দায়িত্বে থাকবেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেতে পারেন সর্বোচ্চ নেতার কোনও একজন ডেপুটি।
আরও পড়ুন
ওভালে শুরু হয়েছে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক
শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ফিক্সিংয়ের অভিযোগ
জাতীয় পার্টি জিন্দা লাশ: শেখ হাসিনা