অনলাইন ডেস্ক :
মুক্তির অপেক্ষায় শুভশ্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ওয়েব সিরিজের হাত ধরেই ওটিটিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিষেক হতে যাচ্ছে। তার আগেই অভিনেত্রীর একটি ফোটোশুট অনলাইনে সাড়া ফেলেছে। সম্প্রতি একটি বাসনপত্রের দোকানে লেন্সবন্দি হয়েছেন শুভশ্রী। না, কেনাকাটা নয়, সাজগোজ করে শুধু ছবি তুলতেই সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। নীল রঙের শাড়ি, মানানসই গয়না এবং তাক লাগানো মেকআপ নিয়ে বরাবরের মতো সাবলীলভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ছবির ব্যাকগ্রাউন্ডে হাঁড়ি-কড়াই-খুন্তি-বাটির ভিড়। বিষয়টি ছবিতেই থেমে থাকেনি। সেই দোকানেই একটি ভিডিও শুট করেছেন অভিনেত্রী। তবে নেটিজেনদের একাংশের শুভশ্রীর এই ছবি-ভিডিও মনে ধরেনি। অনেকেই প্রশ্ন করেছেন, এত জায়গা থাকতে হঠাৎ থালাবাসনের দোকানে কেন ফটোশুট করলেন শুভশ্রী? কেউ কেউ আবার ছবি তোলার মান এবং সম্পাদনার খুঁত খুঁজে বের করেছেন। শুভশ্রীর ছবিতে এক নেটিজেন লেখেন, ‘সবই বুঝলাম। কিন্তু চারদিকে বাসনপত্র কেন? এটাই কি আপনার আলাদা কিছু করে দেখানোর চেষ্টা?’ আবার অন্যজনের টিপ্পনী, ‘সত্যি বলতে আপনার এই ছবিগুলো ভালো লাগল না। ভিডিওগ্রাফিটাও ভালো হয়নি। রিলটাও ভালো লাগল না।’ কটাক্ষ যেমন এসেছে, এসেছে প্রশংসাও। শুভশ্রীর এই চেষ্টাতে মুগ্ধ অনেকেই। অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে সে কোথাও জানিয়েছেন তারা। অভিনেত্রীর এই ব্যতিক্রমী চেষ্টা পছন্দ করেছেন তার ভক্তরা। সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!