অনলাইন ডেস্ক :
মহান ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রে কাজ করছেন অভিনেত্রী নিপুণ আক্তার। চলচ্চিত্রটিতে ভাষা আন্দোলনের নেত্রী মমতাজ বেগমের ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা নিপুণ। ছবির নাম ‘ভাষার জন্য মমতাজ’। ছবিতে নিপুণের সহ-অভিনেতা হিসেবে কাজ করেছেন গাজী আব্দুন নূর। ছবিতে মান্নাফের ভূমিকায় অভিনয় করবেন গাজী আব্দুন নূর। ছবিটিতে কাজ করা প্রসঙ্গে নিপুণ বলেন, ‘মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন কিংবা দেশভাগ বলেন, এসব বিষয়ে যে কোনো চরিত্রের কাজ করতে আমি গর্ববোধ করি। কারণ এসব গল্পে কাজ করাটা একজন শিল্পীর জন্য সুযোগ। এই ছবিটিও তেমনি। দারুণ একটি প্লটের কাহিনী। এবং ছবিটিতে আমার চরিত্রও ঐতিহাসিক। সেই চরিত্রটি যেন ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারি, সেই চেষ্টাটাই করছি। ছবির অন্যান্য চরিত্রে থাকছেন কাজী হায়াৎ, মুনমুন আহমেদ, সুব্রত ও কাওছার চৌধুরী। উল্লেখ্য, ‘ভাষার জন্য মমতাজ’ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হচ্ছে। ছবিটির চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন সারোয়ার তামিজউদ্দিন। উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের অভিনয়ের ব্যস্ততার বেড়েছে এই চিত্রনায়িকার। একই সাথে বেশ কিছু প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন নিপুণ। নিপুণ বলেন, ‘চলচ্চিত্রের স্বার্থেই কাজ করেছি আগে, এখনও করছি। প্রথম পরিচয় আমি একজন শিল্পী। তাই নিয়মিত অভিনয় করা এবং ভাল চরিত্রে, ভাল গল্পের সিনেমায় নিজের যুক্ত রাখাটাও দায়িত্ব বলে মনে করি।’
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!