January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 26th, 2023, 8:24 pm

এবার নতুন সিনেমায় শিলা

অনলাইন ডেস্ক :

চলতি প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। এরইমধ্যে বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার নতুন সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হলেন। সিনেমার নাম ‘যাযাবর’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন কায়েস আরজু। কমল সরকারের কাহিনি ও সংলাপে সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। ইউর ভিশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মনিরুল ইসলাম। নতুন সিনেমা প্রসঙ্গে শিরিন শিলা বলেন, সিনেমার গল্পটি চমৎকার। আমার চরিত্রটিও মনে রাখার মতো। আমি তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়ে আসছিলাম। কিন্তু মনের মতো গল্প ও চরিত্র পাচ্ছিলাম না। এই সিনেমাটির মাধ্যমে পেয়েছি। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সব উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি, এই সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের পছন্দ হবে। জানা গেছে, আগামী ১৩ই মার্চ থেকে খাগড়াছড়ির মনোরম প্রাকৃতিক লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে কক্সবাজার, মানিকগঞ্জ, গাজীপুর ও সবশেষে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিংয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রটির কাজ শেষ করা হবে। ‘যাযাবর’ সিনেমায় আরও অভিনয় করবেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, শাহনুর, কাজী হায়াৎ, শিরিন আলম, তুষার খান, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু) প্রমুখ। এর আগে প্রথমবার আরজু-শিলা জুটি বাঁধেন ‘ভালোবাসি তোমায়’ নামের সিনেমায়। বর্তমানে সিনেমাটি নির্মাণাধীন রয়েছে। এ ছাড়া আরও একটি সিনেমায় জুটি হয়ে তারা কাজ করছেন। ‘যাযাবর’ এই জুটির তৃতীয় সিনেমা।