January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 26th, 2023, 8:39 pm

বাংলাদেশ সিরিজে ইংল্যান্ড বিশ্বকাপের ‘পরীক্ষা’ দিবে

অনলাইন ডেস্ক :

চলতি বছরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের কন্ডিশনের সঙ্গে বেশ মিল রয়েছে বাংলাদেশের। আর তাই বাংলাদেশ সিরিজকে ইংল্যান্ডের জন্য বিশ্বকাপ পরীক্ষা হিসেবে দেখছে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। পহেলা মার্চ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজকে সামনে রেখে রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি বলেন, ‘বিশ্বকাপকে ঘিরেই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের কন্ডিশন ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা নিজেদের পরীক্ষা নিতে উন্মুখ হয়ে আছি।’ বাটলার আরও বলেন, ‘বিশ্বকাপের আগে এই ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই। দল হিসেবে এই পরীক্ষা দিতে চাই।’