January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 26th, 2023, 8:39 pm

রিয়ালকে রুখে দিয়েছে অ্যাতলেতিকো

অনলাইন ডেস্ক :

শিরোপা দৌড়ে টিকে থাকার পথে বার বার হোঁচট খাচ্ছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোস। স্প্যানিশ রাজধানীতে তুষারপাতের প্রভাবটা টের পাওয়া গেছে ম্যাচে। তীব্র ঠা-ায় শুরুটা ছিল শ্লথ গতির। মাদ্রিদ আধিপত্য ধরে খেলেছে যদিও। কিন্তু স্কোরিং করার ক্ষেত্রে সামর্থ্যরে পরিচয় দিতে পারেনি। কারিম বেনজিমা, ভিনিসিয়ুস ও মার্কো আসেনসিওর কেউই অ্যাতলেতিকোর ৫ জনের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি। এমনকি ৬৪ মিনিটে কোরেয়া লাল কার্ডে অ্যাতলেতিকো ১০ জনের দলে পরিণত হলেও সুযোগ তৈরিতে ব্যর্থ ছিল রিয়াল। বরং ৭৮ মিনিটে আন্তোয়ান গ্রিজম্যানের ফ্রি কিকে দারুণ এক হেডে রিয়াল মাদ্রিদকে পরাজয়ের শঙ্কায় ফেলে দিয়েছিলেন হোসে মারিয়া জিমিনেজ। গোল করে অ্যাতলেতিকোকে ১-০ স্কোরে এগিয়ে দিয়েছিলেন। ভাগ্যভালো ভালো রিয়াল মাদ্রিদ ৮৫ মিনিটে সমতা ফেরাতে পেরেছে। ৭ মিনিট বাদে গোলটি করেছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড আলভারো রদ্রিগেজ। ড্র করে পয়েন্ট হারানোয় দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২২ ম্যাচে ৫২। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৫৯ পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের মতো হোঁচট খেয়েছে লিভারপুলও। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা। তাতে চ্যাম্পিয়ন লিগ স্পট ধরে রাখার লড়াইয়ে ধাক্কা খেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপা দৌড়ে থাকা আর্সেনাল-ম্যানচেস্টার সিটিও। গানাররা কষ্টার্জিত জয়ে লিস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে। ম্যানসিটি ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বোর্নমাউথকে। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলা সিটির পয়েন্ট ৫৫। লিভারপুলে ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে।