অনলাইন ডেস্ক :
প্রথমবারের মতো স্ত্রী হেইলি বিবারের সাক্ষাৎকার নিয়েছেন আইকনিক পপতারকা জাস্টিন বিবার! সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক এবং অভিনয়শিল্পী বিবার ও বিশ্ববিখ্যাত মডেল এবং স্কিনকেয়ার ব্র্যান্ড রোডের প্রতিষ্ঠাতা হেইলি ভোগ অস্ট্রেলিয়ার জন্য একসাথে বসে ভক্তদের দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছেন। বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’-এ ভোগ অস্ট্রেলিয়ার মার্চ সংখ্যার প্রচ্ছদে এসেছেন বিবার। এই উপলক্ষে একটি সাক্ষাৎকারে গায়ক তার স্ত্রী ও রোড স্কিন প্রতিষ্ঠাতা হেইলির সঙ্গে হাজির হন যেখানে তিনি হেইলিকে আকর্ষণীয় কিছু প্রশ্ন করেছিলেন। হেইলির ব্যবসা এবং ফ্যাশন ব্যর্থতা-সফলতার সম্পর্কে অন্যান্য প্রশ্নের মধ্যে জাস্টিন হেইলিকে বিবাহিত জীবনে তার প্রিয় জিনিস সম্পর্কেও জিজ্ঞাসা করেছিলেন। জাস্টিন যখন হেইলিকে বিবাহিত জীবনে তার প্রিয় জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন হেইলি জানান, তিনি তার ভালোবাসার মানুষকে পেয়েছেন যা তার জীবনের সবচেয়ে সুন্দরতম উপহার। হেইলি বলেন, ‘বিবাহিত জীবন প্রসঙ্গে আমার প্রিয় জিনিসটি মনে হয় যে আমার সাথেই রয়েছে৷ সত্যি বলতে, সারা পৃথিবীতে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। এমন কেউ নেই যার সাথে আমি বেশি সময় কাটাতে বা কিছু করতে চাই। তুমিই একমাত্র মানুষ, যাকে আমি সবসময় চেয়েছি।’ জাস্টিন অন্যান্য প্রশ্নের মধ্যে হেইলির প্রিয় গান সম্পর্কে জানতে চান। হেইলির জবাব, তিনি এই মুহূর্তে এসজেডএ’র এসওএস অ্যালবামটি পছন্দ করেছেন। পুরো অ্যালবামটিই তার প্রিয়। এরপর হেইলির প্রতিষ্ঠান রোড স্কিন সম্পর্কেও বেশ কিছু প্রশ্ন করেন বিবার। ব্যবসায়িক বিষয়ে আলোচনার পাশাপাশি সাক্ষাৎকারে নতুন উদ্যোক্তা ও তরুণ ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন হেইলি। এই জুটি ২০১৮ সালে বাগদান সম্পন্ন করেছিল৷ জাস্টিন একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের বাগদান নিশ্চিত করেছিলেন৷ হেইলি সম্পর্কে তিনি লিখেছিলেন, “আমার হৃদয় সম্পূর্ণরূপে তোমার এবং আমি সর্বদা তোমাকেই প্রথমে রাখব! হেইলি বাল্ডউইন, তুমি আমার ভালোবাসা এবং আমি অন্য কারো সাথে জীবন কাটাতে চাই না। তুমি আমার জীবন অনেক সুখের করে তুলেছ।” এর পরের মাসে নিউইয়র্ক সিটিতে একটি আদালতে হেইলি এবং জাস্টিনের বিবাহ সম্পন্ন হয়েছিল। যদিও এই বিয়ের পরপরই চরম বিতর্কের মুখে পড়তে হয় এই জুটিকে। সেলেনা গোমেজের সাথে বিচ্ছেদ করে হেইলিকে বিয়ে করাটা মেনে নিতে পারেনি খোদ জাস্টিন ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন ওঠে যে হেইলি জাস্টিনকে সেলেনার জীবন থেকে কেড়ে নিয়েছেন। দুজনের সম্পর্কের ভাঙনের জন্যও হেইলিকে দায়ী করা হয়। সেলেনা গোমেজও দীর্ঘদিন মিডিয়ার আড়ালে চলে যান।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!