Monday, February 27th, 2023, 8:24 pm

কার বায়োপিকে অভিনয় করছেন রণবীর

অনলাইন ডেস্ক :

সৌরভ গাঙ্গুলির বিয়োপিক করবেন বলিউড অভিনেতা রনবীর কাপুর, অনেকদিন ধরেই এমন আলোচনা চলছিল সিনেমাপাড়ায়। কিন্তু কলকাতায় এসে স্পষ্ট জানিয়ে দিলেন দাদার নয় প্রয়াত অভিনেতা এবং গায়ক কিশোর কুমারের বায়োপিকে নাম-ভূমিকায় থাকছেন রণবীর। বর্তমানে রণবীর কলকাতায় আছেন তার নতুন ছবি তু ঝুঠি ম্যায় মক্কার এর প্রচারের জন্য। আর সেখানেই গত রোববার একটি ইভেন্টে তিনি সৌরভসহ কিশোর কুমারের বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এই অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় দাদা (সৌরভ গাঙ্গুলি) কেবল ভারতের লিভিং লেজেন্ড নন, তিনি গোটা পৃথিবীর কাছেই তাই। তার বায়োপিক ভীষণ স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির অফার আসেনি। আমার মনে এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’ অন্যদিকে, কিশোর কুমারের বায়োপিক নিয়ে তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকের ওপর কাজ করছি। আমরা অনুরাগ বসুর সঙ্গে লেখার কাজ করছি। আশা করছি এটাই আমার পরের বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করবো। কিন্তু আমি এখনও দাদার ওপর যে বায়োপিক হচ্ছে, সেই বিষয়ে কিছু শুনিনি।’ গত রোববার কলকাতার ইডেন গার্ডেনে রণবীর এবং সৌরভ ক্রিকেট খেলেন। তাদের মাঠের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিতে রণবীরকে কালো টিশার্ট এবং প্যান্ট পরে দেখা যাচ্ছে। অন্যদিকে সৌরভের পরনে চিক-সাদা টিশার্ট এবং ট্রাউজার। রণবীরের আগামী ছবি প্রমশন হিসেবে অভিনেতার জামায় লেখা ছিল রণবীরের মক্কার এগারো আর সৌরভের টিশার্টের পেছনে লেখা ছিল দাদার ঝুঠি এগারো।