January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 27th, 2023, 8:27 pm

সিনেমার জন্য একসঙ্গে শফি মন্ডল ও চন্দনা মজুমদার

অনলাইন ডেস্ক :

বাউল ঘরানার দুই জনপ্রিয় শিল্পী শফি মন্ডল ও চন্দনা মজুমদার গাইলেন সিনেমার জন্য গান। সোহেল রানা বয়াতির পরিচালনায় ‘নয়া মানুষ’ সিনেমার সূচনা সংগীত উঠেছে তাদের কণ্ঠে। জাত-অজাতের রীতি রেওয়াজ/ কিসের খোঁজো দোষ/ আল্লাহ ঈশ্বর এক হৃদয়ে/ নয়া সে মানুষ/ আহা নয়া সে মানুষ- এমন কথার গানটি লিখেছেন রণক ইকরাম। সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘নয়া মানুষ’ শিরোনামে গানটির সুর করেছেন প্লাবন কোরেশী, সংগীত পরিচালনায় ছিলেন মুশফিক লিটু। গানটি প্রসঙ্গে চন্দনা মজুমদার বলেন, ‘সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান এটি। দ্বৈত এই গানটিতে পুরো সিনেমার বিষয়বস্তু উঠে এসেছে। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।’ বাউল শফি মন্ডল বলেন, ‘দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এটি সেই রকমই একটি গান।’ সিনেমাটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। গত বছরের অক্টোবরে এর ৭০ শতাংশ কাজ শেষ করেছেন নির্মাতা। শিগগিরই বাকি চিত্রধারণের কাজ শুরু করবেন বলে জানান তিনি। আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, রওনক হাসান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি, উষশী প্রমুখ।