January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 27th, 2023, 8:33 pm

চোটের কারণে ‘অনিশ্চিত’ বুমরাহ

অনলাইন ডেস্ক :

পিঠের চোটের সঙ্গে লড়াই যেন শেষই হচ্ছে না জাসপ্রিত বুমরাহর। সেরে উঠতে আরও সময় লাগবে ভারতীয় এই পেসারের। আইপিএলের আসছে আসরে তাই তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে প্রবল শঙ্কা। আগামী এপ্রিল-মে মাসে হবে আইপিএলের ষোড়শ আসর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দারুণ সম্ভাবনা রয়েছে ভারতের। জুনে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচটিতেও বুমরাহর খেলা অনিশ্চিত। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, প্রায় পাঁচ মাস ধরে মাঠের বাইরে থাকা বুমরাহ এখনও স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তার এই বিরতি আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা প্রবল। ক্রিকবাজের সোমবারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য বুমরাহকে প্রস্তুত রাখতে চায় ভারত। গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামেন বুমরাহ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে। এরপর চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্চের টি-টোয়েন্টি সিরিজেও তাকে রাখেনি ভারত। বুমরাহকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে নারাজ দলটি। প্রাথমিকভাবে ধারণা করা হয়, আইপিএল দিয়ে মাঠে ফিরতে পারেন বুমরাহ। এখন সেই সম্ভাবনাও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।