অনলাইন ডেস্ক :
স্প্যানিশ লা লিগায় শনিবার অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফলে আলমেরিয়াকে হারিয়ে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১০- এ নিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেছে জাভি হার্নান্দেজের দল। গত রোববার রাতে পাওয়ার হর্স স্টেডিয়ামে আলমেরিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ম্যাচের ২৪তম মিনিটে একমাত্র গোলটি করেন বিলাল তুরে। লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন মালির এই ফরোয়ার্ড। ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি বার্সা। এ হারের পরও অবশ্য লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে জাভি হার্নান্দেজের দল। ২৩ ম্যাচে ১৯ জয় ও দুই হারে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এলো আলমেরিয়া। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সার টানা দ্বিতীয় হার। কদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে দলটি। সে হারের ধাক্কা সামলে নেওয়ার আগে এবার লা লিগাতেও হারল কাতালানরা।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি