January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 27th, 2023, 8:38 pm

পিএসজির জার্সিতে এমবাপ্পের নতুন কীর্তি

অনলাইন ডেস্ক :

লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইয়ের মাঠে গিয়ে তাদেরকে ৩-০ গোলে হারিয়েছেন মেসি-এমবাপ্পেরা। অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামের এই ম্যাচে পিএসজির হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই দুই গোলের মধ্য দিয়ে পিএসজির জার্সিতে ২০০ গোল হয়ে গেল এমবাপ্পের। ২৪ বছর বয়সী এমবাপ্পে ছুঁয়ে ফেলেছেন এডিনসন কাভানিকেও। এখন তারা দুজন যৌথভাবে পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। পিএসজির হয়ে সাত বছরে ৩০১ ম্যাচ খেলে ২০০ গোল করেছিলেন কাভানি। অন্যদিকে ২০০ গোল করতে এমবাপ্পের লেগেছে ২৪৬ ম্যাচ। ২০১৮ সাল থেকে ফরাসি জায়ান্টদের হয়ে খেলছেন এমবাপ্পে। পিএসজির জার্সিতে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এমবাপ্পে-কাভানির পরই রয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ১৮০ ম্যাচে ১৫৬ গোল তাঁর। ব্রাজিলীয় তারকা নেইমার রয়েছেন এর পরই। পিএসজির হয়ে ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন নেইমার।