January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 19th, 2021, 6:32 pm

গোপনে আংটি বদল করলেন ক্যাটরিনা-ভিকি

অনলাইন ডেস্ক :

গোপনে বিয়ে বা গোপনে বাগদান, বলিউডে নতুন নয়। অনেক তারকারাই গোপনে নিজেদের বাগদান পর্ব বা বিয়ে সেরে ফেলেন। এবার সেই তালিকায় কি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল? সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে এমনই গুঞ্জন শুরু হয়েছে। জানা যাচ্ছে, একেবারে গোপনে এবং কাছের মানুষদের নিয়ে বাগদান পর্ব সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। দুজনের রোকা সেরিমনিও হয়ে গিয়েছে। তবে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি। ক্যাটরিনা বা ভিকি, দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। সম্প্রতি অনিল কাপুরের ছেলে হর্ষবর্দ্ধন কাপুর ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের সম্পর্ক নিয়ে মুখ খোলেন। বিষয়টি নিয়ে পুরোপুরি স্পষ্ট না করলেও, দুজনকে নিয়ে ইঙ্গিত দেন। যা নিয়ে বি টাউনে আলোচনা শুরু হয়ে যায় জোর কদমে। গত কয়েক বছর ধরে ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে বলিউডে। তবে দুই তারকার কেউ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। এমনকি ভিকি কৌশলকেও অনেকবার ক্যাটরিনার বাড়ির বাইরে দেখা গেছে। এছাড়াও, তাঁদের এক সাথে ছুটিতে যাওয়া, সেই নিয়ে শুরু হয়েছিল আলোচনা।