অনলাইন ডেস্ক :
আফগানিস্তানে হঠাৎ তালেবানের উত্থানে গোটা দুনিয়াজুড়ে আলোচনায়। অনেকে সমালোচনাতেও মুখর হয়েছেন। যেভাবে কয়েকদিনের মধ্যে গোটা আফগানিস্তান তালেবানের হাতের মুঠোয় চলে এল তা দেখে বিস্মিতও বিশ্ব। আফগানিস্তানে তালেবান যুগের নতুন শুরু নিয়ে বিশ্বের অনেক তারকাই মুখ খুলেছেন। সেই তালিকায় আছেন বলিউডের অনেকে। তাদের মন্তব্যগুলো নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। তবে তালেবানের আফগানিস্তান দখলের সঙ্গে হিন্দুত্ববাদের প্রসঙ্গ টেনে বিতর্কের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। হিন্দুত্ববাদ নিয়ে টুইট করায় নেটিজেনদের একাংশ স্বরার গ্রেফতারের দাবিও করেছেন। এ নিয়ে টুইটের ঝড় বয়ে যাচ্ছে বলা যায়। স্বরা তার টুইটে লিখেছিলেন, ‘হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। তবে তালেবানি সন্ত্রাস দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালেবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি। আমাদের মূল্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়।’ স্বরা ভাস্করের এই টুইট নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বরা ভাস্করকে দ্রুত গ্রেফতারের দাবিও তুলেছেন নেটিজেনদের একাংশ। এর আগেও আফগানিস্তান নিয়ে টুইট করে বিতর্ক উসকে দিয়েছিলেন স্বরা ভাস্কর। তালেবানদের ক্ষুধার্ত শিয়ালের সঙ্গেও তুলনা করেছিলেন অভিনেত্রী। আফগানিস্তানের মহিলারা ফের তালেবানদের মারাত্মক অত্যাচারের মুখে পড়তে চলেছেন, তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন স্বরা ভাস্কর। আর এবার হিন্দুত্ববাদের সঙ্গে আফগানিস্তানের ঘটনার প্রসঙ্গ টেনে নতুন বিতর্কের মুখে পড়লেন।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম