অনলাইন ডেস্ক :
এই তো দিন কয়েক আগেই দুবাই চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। কিন্তু অবসর নিয়েও যেন অবসর নেননি ভারতের টেনিস সেনসেশন! তিনি যে আরো দুটি ম্যাচ খেলতে যাচ্ছেন। নতুন এই খবর সানিয়া নিজেই দিয়েছেন। বুঝতেই পারছেন, সানিয়ার সেই ম্যাচ দুটি হবে প্রদর্শনী ম্যাচ। হায়দরাবাদের মেয়ে নিজের শহরেই টেনিস ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই হায়দরাবাদেই শেষ দুটি ম্যাচ খেলে নিজের খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক ইতি টানতে চান। সানিয়া নিজেই জানিয়েছেন, ‘১৮-২০ বছর আগে যেখানে আমার টেনিস-জীবন শুরু হয়েছিল, সেই হায়দরাবাদে আগামী ৫ মার্চ আমি শেষ দুটি ম্যাচ খেলব। আমার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, প্রতিপক্ষ খেলোয়াড়েরা, যাদের সঙ্গে আমি এতদিন খেলেছি, তারা সবাই থাকবে।’ হায়দরাবাদের ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমাদের সামনে শেষ বারের মতো কোর্টে নামতে আমার তর সইছে না। সর্বোপরি আমার ভক্তরা উপস্থিত থাকবেন, যারা দীর্ঘ এই যাত্রাপথে আমার সঙ্গে ছিলেন।’ ম্যাচ দুটি একই দিনে খেলবেন সানিয়া। প্রথমে খেলবেন দুই দলের ‘প্রথম রাউন্ডার’ ম্যাচ। ম্যাচটির দুই প্রতিপক্ষের একটি দলের নেতৃত্বে থাকবেন ভারতেরই পুরুষ টেনিস তারকা রোহান বোপান্না। অন্য দলের নেতৃত্ব দেবেন সানিয়া নিজেই। পরে এই বোপান্নার সঙ্গেই জুটি বেঁধে খেলবেন একটি মিশ্র দ্বৈতের ম্যাচ।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি