January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 19th, 2021, 7:27 pm

কে হবেন ‘নো এন্ট্রি’ সিক্যুয়েলের নায়ক?

অনলাইন ডেস্ক :

বলিউডের অন্যতম দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা ‘নো এন্ট্রি’। সিনেমাটির সিক্যুয়েলে সালমান খান থাকবেন কিনা তা নিয়ে অনেকদিন থেকেই চলছে জল্পনা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়েলে থাকছেন সালমান খান। শুধু তাই নয়, প্রথম সিনেমার চেয়ে তাকে বেশি সময় পর্দায় দেখা যাবে। তবে প্রথম সিনেমার পরিচালক আনিস বাজমী এটি পরিচালনা করবেন না। তার পরিবর্তে নতুন একজন পরিচালককে দেখা যাবে। ‘নো এন্ট্রি’ সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। সালমান খান ছাড়াও এতে অভিনয় করেছেনÑ অনিল কাপুর, ফারদীন খান, বিপাশা বসু, লারা দত্ত, এশা দেওল, সেলিনা জেটলি প্রমুখ। তবে এর সিক্যুয়েলে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সালমান খান। এই সিনেমায় তার সঙ্গে আরো আছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। এটি ছাড়াও জ্যাকলিনের সঙ্গে ‘কিক টু’, পূজা হেগড়ের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন সালমান খান।